ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কৃষি ব্যাংকে জিয়া পরিষদের কমিটি পুনর্বহাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০১:০৩ পিএম
জাকির ও শামীম। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের ৬১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্বহাল করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২২ জুন কমিটি রহিত করা হয়।

সোমবার (২৫ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন মহোদয়ের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে রহিতকরণ আদেশ প্রত্যাহার করা হয়।

এর আগে উপ-মহাব্যবস্থাপক সোহরাব জাকিরকে সভাপতি এবং সহাকারী মহাব্যবস্থাপক মো. হোসাইন আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ কমিটি গঠন করা হয়েছিল।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহকারী মহাব্যবস্থাপক রাশেদ আফজাল, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবু হাসান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র অফিসার নাজমুল হক মন্ডল অপুকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী একটি বুদ্ধিজীবী ও গবেষণাধর্মী সংগঠন জিয়া পরিষদ। বাংলাদেশ কৃষি ব্যাংকে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠায় পেশাজীবী প্লাটফর্ম হিসাবে ব্যাংকের মর্যাদা উন্নিতকরণের লক্ষ্যকে সামনে রেখে এই কমিটি কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।