ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ভৈরবে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৮

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০১:৩৩ পিএম
ভৈরব থানা । ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ট্রাকচালকসহ ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের বাজরা ও দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মধ্যবর্তী শিংলা এলাকায় এ ঘটনাটি  ঘটেছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে ময়মনসিংহের মদন থেকে চট্টগ্রামগামী নরসুন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসের বেশির ভাগ যাত্রী বেরিয়ে আসতে পারলেও ট্রাকচালক ও বাসের দুই যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ভৈরব-কুলিয়ারচর-বাজিতপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ট্রাকের সামনের অংশ কেটে আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহবুর রহমান জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’