ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বড় জয়ে নতুন মৌসুম শুরু ইন্টার মিলানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০১:৩৯ পিএম
তোরিনোর বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেল ইন্টার মিলান। ছবি- সংগৃহীত

ইতালিয়ান সিরিআর নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে ইন্টার মিলান। সোমবার রাতে তোরিনোর বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নেরাজ্জুরিরা।

এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম, যিনি একাই করেছেন দুটি গোল।

ম্যাচের শুরু থেকেই ইন্টার মিলান আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। এর ফল আসে ম্যাচের ১৭ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি।

এরপরও ইন্টারের আক্রমণের ধারা অব্যাহত থাকে। ৩৬ মিনিটে লাউতারো মার্টিনেজের পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে ইন্টার।

বিরতির পর ইন্টার মিলান আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫১ মিনিটে তোরিনোর রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন দলের তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ, স্কোর দাঁড়ায় ৩-০।

ম্যাচের ৬১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন মার্কাস থুরাম। এরপর ৭২ মিনিটে দলের পঞ্চম এবং শেষ গোলটি করেন আনগে-ইওয়ান বনি, যিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।

এই বিশাল জয় ইন্টার মিলানের সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। গত মৌসুমের হতাশা কাটিয়ে নতুন কোচ ক্রিশ্চিয়ানা চিভুর অধীনে এবার ভালো কিছু করার আশা করছেন তারা।