ঢাকা: মেট্রো স্পিনিং লিমিটেডের কারখানার উৎপাদন আগামী ১ বছরের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কোম্পানির ভবন সংস্কার ও মেশিনারীজ পরিবর্তনের কারণে উৎপাদন কাযক্রম বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।
ডিএসই জানায়, কোম্পানির নতুন মেশিনারীজ কেনা হয়েছে, যা পুরাতনগুলোর জায়গায় স্থলাভিষিক্ত হবে। এছাড়া কারখানার ভবন সংস্কার শেষে পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে এক বছর সময় লাগবে বলে জানানো হয়েছে।
এদিকে, কারখানা ভবন তৈরি, যন্ত্রপাতি স্থাপনসহ আধুনিকায়নের জন্যই কোম্পানিটির কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বর থেকে নতুন কারখানা তৈরির কাজ শুরু হয়। কোম্পানির পক্ষ থেকে প্রথম দফায় ১২ মাস কারখানা বন্ধের কথা জানানো হয়েছিল। সেই মেয়াদ শেষের আগে আজ নতুন করে আরও ১২ মাস কারখানা বন্ধের কথা জানানো হয়েছে। ফলে নতুন কারখানা ভবন নির্মাণ ও আধুনিকায়নের জন্য টানা দুই বছর বন্ধ কোম্পানিটির কারখানা।
আপনার মতামত লিখুন :