শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০২:২১ এএম

তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি রাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০২:২১ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। সোমবার (২৮ অক্টোবর) শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খানের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

ছাত্রদলের দাবিগুলো হলো - রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশন সংস্কার করে চালু করা,রাবি সংলগ্ন রেললাইন দুই লেন করা এবং রাবি স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু করা।

স্মারকলিপিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন থাকা সত্ত্বেও গভীর রাতে কিংবা ভোরে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে চরম অনিশ্চয়তা নিয়ে প্রতিনিয়তই ছুটে চলতে হয় শিক্ষার্থীদের। খুব সকালে কিংবা গভীর রাতে রিকশা বা অটোরিকশা সংকটে অনেক ভোগান্তিতে পড়তে হয়। ফলে, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। অসময়ে পর্যাপ্ত যানবাহন না থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে চালকরা হয়ে উঠেন ভয়ংকর স্বার্থপর, দাবি করে বসেন দ্বিগুণেরও বেশি ভাড়া। অথচ শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে তৈরি করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন। যদি বিশ্ববিদ্যালয় স্টেশন চালু থাকতো, আমরা অতি সহজে এখান থেকে যাতায়াত করতে পারতাম। নিরাপত্তা শঙ্কা, সময় নষ্ট, অতিরিক্ত ভাড়া দেওয়াসহ সকল ভোগান্তি অনেকাংশে কমে আসতো।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সকল আন্ত:নগর ট্রেনের স্টপেজ এর অতীব জরুরি প্রয়োজনীয়তা অনুভব করছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংস্কার, দুই লেনে উত্তীর্ণ করণসহ আন্তঃনগর ট্রেন সমূহের স্টপেজ চাই। শিক্ষার্থীদের সার্বিক ভোগান্তির কথা চিন্তা করে, উক্ত দাবীসমূহ বাস্তবায়নে আপনার কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করছি।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ন আহবায়ক সর্দার জহুরুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ ও মাহমুদুল মিঠু, আহবায়ক সদস্য আবির হাসান হিমেল, নাফিউল ইসলাম জীবন, শেখ নুর উদ্দীন আবির, তুষার শেখ,জাকির রেদোয়ান, আবু সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরবি/জেডআর

Shera Lather
Link copied!