জেসিআই ঢাকা আরবান এর উদ্যোগে ঢাকার বাওনিয়া তে দুটি প্রজেক্ট সম্পন্ন করা হয়েছে । প্রজেক্ট দুটির আওতায়ে ছিল সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবস্থা করা।
নিরাপদ এবং বিশুদ্ধ পানি মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি। এছাড়া পানির অপচয় রোধে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে জেসি আই ঢাকা আরবান।
উল্লেখ্য, কর্মহীন একজন অসহায় মানুষকে ব্যবসার ব্যবস্থা করে সাবলম্বী করতে জেসিআই ঢাকা আরবান -এর পক্ষ থেকে একটি ফুড কার্ট এর ব্যবস্থা করে দেওয়া হয়। সমাজে অনেক অসহায় মানুষের প্রতি দায়িত্ব বোধ থেকে জেসি আই ঢাকা আরবান কাজ করে যাচ্ছে। জেসিআই ঢাকা আরবান এর লোকাল প্রেসিডেন্ট ফয়সাল মৃত্তিক এর উদ্যোগ এবং সার্বিক সহযোগীতায়ে এই দুটি প্রজেক্ট সম্পন্ন করা হয়। ভবিষ্যতে এ ধরণের সামাজিক সহযোগিতা করতে জেসি আই ঢাকা আরবান আরো কাজ করেব বলে জানিয়েছেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন