বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৮:৫৩ এএম

কোটালীপাড়ার এসি ল্যান্ডের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৮:৫৩ এএম

কোটালীপাড়ার এসি ল্যান্ডের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

ছবি: রূপালী বাংলাদেশ

বাবার বয়সি এক ঠিকাদারকে প্রকাশ্যে চড় মারার অভিযোগে দেশজুড়ে আলোচনায় আসেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। নানা ইস্যুতে বিতর্ক তার পিছু কোনোভাবেই ছাড়ছে না। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বারবার সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছেন এ সরকারি কর্মকর্তা। বুয়েটের সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক দত্ত নিষিদ্ধ ছাত্রলীগের হয়ে সাধারণ ছাত্র এমনকি শিক্ষক নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও অভিযোগ আছে।

গত ১৯ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীকের বিরুদ্ধে রাজধানী ঢাকার শাহবাগ থানায় একটি ফৌজদারি মামলা হয়, যার নম্বর-২৩। মামলাটির বাদী বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিল রহমানের বাবা মো. আলমগীর সিকদার।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের ফাউন্ড্রি ল্যাবে (শাহবাগ থানার আওতাধীন) একাডেমিক এসাইনমেন্টের কাজে গিয়েছিলাম। ল্যাবের গেটে আবু সাঈদ কনক (মেকানিকাল ১০, ঠিকানা-পাবনা, বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক), প্রতীক দত্ত (ইইই ১১, হোল্ড অন ম্যাজিস্ট্রেট হিসেবে ভাইরাল, বর্তমানে গোপালগঞ্জ কোটালীপাড়া এসি ল্যান্ড), আবু আনাস শুভম (মেকানিকাল ০৯), সিয়াম হোসেন (মেকানিকাল ০৯), ফাইরুজ চৌধুরী (সিভিল ০৬, যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটিতে পিএইচডিরত, লাক্স চ্যানেল আই সুপারস্টার মিম মানতাসার স্বামী) ও শুভ্রজ্যোতি টিকাদার (মেকানিকাল ০৯, মৃত) আরও ৮-১০ জন বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আমার ওপরে হামলা চালায়।

মামলায় আরও উল্লেখ করা হয়, কিছুক্ষণ পরে তৎকালীন ছাত্রকল্যাণ পরিচালক (প্রক্টর) ড. মো. দেলোয়ার হোসেন সেখানে উপস্থিত হলেও আমাকে উদ্ধারের কোনো ব্যবস্থা না নিয়ে চলে যান।

আসামিদের রাজনৈতিক পরিচয় ও বিগত স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার কারণে নিরাপত্তাহীনতার আশঙ্কায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে তিনি এজাহারে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির সমালোচনা করে মন্তব্য করায় ২০১৫ সালে ১২ এপ্রিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলকে লাঞ্ছিত করার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে প্রতীক দত্তের বিরুদ্ধে। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতি ১৯ এপ্রিল পর্যন্ত ক্লাস বর্জন করে এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবন বহিষ্কারের পাশাপাশি প্রতীক দত্ত ও রাতুল নামে দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তও হয়েছে।

তিনি ২৩ মে ২০২৪ কোটালীপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)হিসেবে যোগ দেন। এ সময় তিনি ঘোষণা দেন তাকে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী নিজে পোস্টিং দিয়ে তার নির্বাচনি এলাকায় কোটালীপাড়ায় এনেছেন। কোটালীপাড়ায় যোগ দিয়েই তৎকালীন উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাসের সঙ্গে সখ্য গড়ে দুর্নীতি ও অনিয়মের বেপোরোয়া কাণ্ডারি হয়ে ওঠেন। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতীক দত্ত নিজের ভোল্ট পাল্টিয়ে বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। গত ১৭ ডিসেম্বর দুপুরে কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের জামিলা গ্রামে একটি নির্মাণাধীন ব্রিজের অ্যাপ্রোচ সড়কে মাটি দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতীক দত্ত প্রকাশ্যে এক ঠিকাদারকে (আব্দুস সামাদ) চড় মারার অভিযোগ উঠে।

এ বিষয়ে কোটালীপাড়া ইউএনও সাগুফতা হক বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে কি না, সে বিষয়ে আমি কোনো তথ্য জানি না। তবে, ঠিকাদারের গায়ে হাত তোলার বিষয়ে একটি গুঞ্জন শোনা গেলেও পরে ঠিকাদার নিজে সে বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে দেননি এবং তার সঙ্গে এমন ধরনের ঘটনা ঘটেনি বলেও তিনি নিজে জানিয়েছেন।

কোটালীপাড়া সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, ‘আমার বিষয়ে শাহবাগ থানায় মামলা হয়েছে এমন কোনো তথ্য আমি জানি না। যদি এত বছর আগের কোনো বিষয় উল্লেখ করে আমার নামে মামলা হয়ে থাকে তবে, সেটি নিশ্চয় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই  সমাধান হবে।’

মামলার বিষয়ে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর বলেন, বুয়েটের ছাত্র নির্যাতনের ঘটনায় মো. আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটালীপাড়ার শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আশিক খান বলেন, তিনি চট্টগ্রাম ও কোটালীপাড়ায় চাকরিরত অবস্থায় একটার পর একটা বিতর্কের জন্ম দিয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। অতিদ্রুত সময়ে তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আরবি/এসআর

Link copied!