ভারতের বিমান পরিবহণ সংস্থা স্পাইসজেটের কর্মীদের ব্যাপক মারধর করেছেন দেশটির এক সেনা কর্মকর্তা। এর মধ্যে চার কর্মী গুরুতর আহত এবং একজনের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
শ্রীনগর বিমানবন্দরে গত সপ্তাহে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। এরইমধ্যে এ ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়, ওই সেনা কর্মকর্তা সাত কেজি ওজনসীমার দ্বিগুণ, অর্থাৎ ১৬ কেজি ব্যাগেজ নিয়ে বিমানে উঠতে চেয়েছিলেন। অতিরিক্ত ভাড়া চাওয়ায় তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং ঘুসি, লাথি দেওয়ার পাশাপাশি একটি কিউ-স্ট্যান্ড দিয়ে কর্মীদের আক্রমণ করেন।
এর মধ্যে এক কর্মী জ্ঞান হারানোর পরও তাকে মারধর করা হয়। মারধরের সময় সহকর্মীকে সাহায্য করতে গিয়ে চোয়ালে গুরুতর আঘাত পান আরেকজন। আহত চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মারধরের এক পর্যায়ে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) দ্রুত পদক্ষেপ নিয়ে ওই সেনা কর্মকর্তাকে নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনী এ ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং জানিয়েছে, তারা বেসামরিক তদন্তে সহায়তা করছে।
এরইমধ্যে পুলিশ ঘটনার একটি এফআইআর দায়ের করেছে এবং স্পাইসজেট কর্তৃপক্ষ এ ঘটনার সিসিটিভি ফুটেজ জমা দিয়েছে।
স্পাইসজেট জানিয়েছে, তারা আইনি পদক্ষেপ নিচ্ছে এবং অভিযুক্ত কর্মকর্তাকে ‘নো-ফ্লাই’ তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।
The passenger, identified as Lt. Col. Ritesh Kumar Singh and posted in Gulmarg, allegedly refused to pay baggage fees before physically attacking the SpiceJet (SG) team.
— Sumit (@SumitHansd) August 3, 2025
SpiceJet Staff ‘Almost Killed’ by Army Officer at Srinagar Airport pic.twitter.com/3DFpWzEOHh
আপনার মতামত লিখুন :