বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে, আর তার প্রভাব পড়ছে ঢাকার বাতাসেও। বছরের শুরু থেকেই রাজধানীর বায়ুমান বেশ খারাপ অবস্থায় ছিল, যা এখনও অব্যাহত রয়েছে।
বায়ুমান সূচক (আইকিউএয়ার) অনুযায়ী, মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে।
বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকা (১১ মার্চ, সকাল ৯:৩০ টা অনুযায়ী):
1. দিল্লি, ভারত – আইকিউএয়ার ২৬০ (খুব অস্বাস্থ্যকর)
2. বেইজিং, চীন – আইকিউএয়ার ২৩০ (খুব অস্বাস্থ্যকর)
3. লাহোর, পাকিস্তান – আইকিউএয়ার ২১০ (খুব অস্বাস্থ্যকর)
4. ঢাকা, বাংলাদেশ – আইকিউএয়ার ১৮২ (অস্বাস্থ্যকর)
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন