রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়া এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ম্যাগাজিন, গুলি, কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ। পরিত্যক্ত অবস্থায় একটি সাদা শপিং ব্যাগে মোড়ানো এসব অস্ত্র পাওয়া যায় একটি আবর্জনার স্তূপ থেকে।
ডিএমপির রামপুরা থানার পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১৬ মে) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রামপুরা থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অস্ত্র-গুলি পাওয়া যায়। বিকেল ৪টা ৪৫ মিনিটে ওই স্থান থেকে অস্ত্র-গুলিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলির মধ্যে রয়েছে, তিনটি খালি ম্যাগাজিনসহ ৭.০৫ বোরের দুটি বিদেশি পিস্তল যার গায়ে ‘Made in USA’ লেখা, দুটি গুলি, কার্তুজসহ একটি রিভলবার, চার্জারসহ ৭.৬২ বোরের চায়নিজ রাইফেলের ১০ রাউন্ড গুলি এবং শটগানের সাতটি রাবার বুলেট।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :