রাজধানীর সেন্ট্রাল রোডে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (১৮ মে) রাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
সেই ভিডিওটিতে দেখা যায় , ১৮ মে রাত সাড়ে ১১টার দিকে গেঞ্জি ও প্যান্ট পরা যুবক সেন্ট্রাল রোডে দাঁড়িয়ে ছিলেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন শার্ট পরা আরেকজন যুবক। হঠাৎ একটি মোটরসাইকেল দেখে শার্ট পরা যুবক গেঞ্জি পরা যুবককে ধরে মাটিতে ফেলে দেন। এরপর ওই মোটরসাইকেলে আসে দু’জন। মোটরসাইকেলের পেছনে বসে থাকা শার্ট পরা আরেক যুবক কোপাতে থাকেন। হেলমেট পরা মোটরসাইকেল চালকও নেমে কোপাতে থাকেন।
এতে আরও দেখা যায়, ভুক্তভোগী যুবকের চিৎকারেও আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করতে যাননি। এ সময় অনেক মানুষ সেখান দিয়ে যাতায়াত করছিলেন। তাদের দর্শকের ভূমিকায় থাকতে দেখা গেছে। ১১টা ৩২ মিনিট ৪৫ সেকেন্ডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের চলে যেতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন