রাজধানীর মগবাজারের একটি গলিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। বাধা দেওয়ায় তাকে একাধিকবার চাপাতি দিয়ে কোপানো হয়। ঘটনার সময়ের একটি সিসি ক্যামেরা ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ বলছে, ঘটনাটি ঘটেছে ১৮ মে বিকেলে। ঘটনাস্থল রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি। ছিনতাইয়ের শিকার তরুণের নাম আবদুল্লাহ। তার বাড়ি কুমিল্লায়।
ফুটেজে দেখা যায়, এক যুবক কাঁধে ব্যাগ ঝুলিয়ে একটি নির্জন গলি ধরে হাঁটছিলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে দুজন হঠাৎ তার দিকে এগিয়ে গিয়ে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ভুক্তভোগী যুবক বাধা দিতে গেলে, মুখে মাস্ক পরা ছিনতাইকারীরা সঙ্গে থাকা চাপাতি বের করে তাকে উপর্যুপরি আঘাত করতে থাকে। চারপাশে কুকুরের চিৎকারও শোনা যায় ওই সময়। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে পালাতে চাইলে যুবকটি মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য আকুতি জানাতে থাকেন। এতে ছিনতাইকারীরা আরও ক্ষিপ্ত হয়ে যায়। মোটরসাইকেল থেকে নেমে আবারও যুবকটির ওপর চাপাতি নিয়ে হামলা চালায় তারা।
বিষয়টি নিয়ে গতকাল রোববার (২৫ মে) হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, পুলিশ ইতোমধ্যেই ভাইরাল হওয়া ভিডিওটি পর্যালোচনা করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
তিনি জানান, আমরা ভুক্তভোগী যুবক এবং মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা করছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :