ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

দিনভর বৃষ্টি, মিরপুরে নেই জলাবদ্ধতা

  সাইফুল ইসলাম
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:০৩ পিএম
জলাবদ্ধতা না থাকায় স্বাভাবিকভাবে চলাচল করছে পথচারীরা। ছবি- রূপালী বাংলাদেশ

হালকা ভারী বৃষ্টিতে রাজধানী মিরপুর এলাকায় জলাবদ্ধতা যেন নিয়মিত রুটিন। তবে ভিন্ন চিত্র দেখা গিয়েছে, গতরাত থেকে বর্ষণ হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে।

গতরাত থেকে আজ দিনভর টানা বৃষ্টি থাকলেও বুধবার (৯ জুলাই) মিরপুরের এলাকাগুলো ঘুরে জলাবদ্ধতার তেমন কোনো চিত্র দেখা মিলেনি।

সাধারণত টানা বৃষ্টিতে মিরপুর-১ এর মাজার রোড, চাইনিজ, মিরপুর-২ মোড়, মিরপুর-২ নম্বরের হাজী রোড, প্যারিস রোড, এবং মিরপুর-১২ নম্বর বি ব্লকের মতো এলাকাগুলোতে প্রায়ই জলাবদ্ধতা তৈরি হয়। এগুলো ছিল নিয়মিত রুটিন।

তবে গতরাত থেকে বর্ষণ হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সরেজমিনে এসব এলাকার অধিকাংশ জায়গাতেই জলাবদ্ধতার চোখে পড়ার মতো কিছু পাওয়া যায়নি। রাজধানীর অন্য এলাকার মতো সব কিছু ছিল স্বাভাবিক।

টানা দুদিনের বৃষ্টি স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যহত করলেও জলাবদ্ধতার অস্বস্তি থেকে মুক্তি পেয়েছে মিরপুরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে,  দেশজুড়ে গত ৪ জুলাই থেকে বৃষ্টিপাত বেড়েছে। ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী ও কুমিল্লার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত আগামীকাল বৃহস্পতিবার থেকে খানিকটা কমতে পারে। এদিকে, ঢাকায়  বিকেল থেকে বৃষ্টি কমতে শুরু করেছে।