রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে আসিফ উদ্দিন সুমন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আসিফ নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ চর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। বসুন্ধরা আবাসিক এলাকার ১১নম্বর রোডের জে ব্লকের একটি বাসার ৭ম তলায় ভাড়া থাকতেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমরা খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার সপ্তম তলার রুম থেকে আসিফ উদ্দিন সুমন নামের এক ব্যক্তি অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, স্ত্রী দেশের বাইরে যাওয়ায় গত দুই জুলাই নিজ কক্ষের দরজা লাগিয়ে দেন আসিফ। তারপর থেকে দরজা বন্ধ থাকায় দুর্গন্ধ বের হলে এলাকাবাসী আমাদের বিষয়টি জানান। পরে আমরা এসে দরজা ভেঙে ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা জানতে পেরেছি তিনি ব্যাংকার ছিলেন।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন