ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক অসুস্থ কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কয়েদির নাম মো. এস এম আব্দুল হক (৭০)। তিনি খুলনার পাবলা কবি ফররুখ একাডেমি মোড় এলাকার বাসিন্দা এবং মৃত ইমান আলী শেখের ছেলে। তবে তিনি কোন মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
আবদুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. রোকন জানান, কয়েদি আব্দুল হক খুলনা কারাগারে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং পরবর্তীতে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :