নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় মাটি ভর্তি ড্রাম ট্রাকের চাপায়  ফেরদৌস (৩৫) নামের এক 
মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের আইডি কার্ড থেকে জানা গেছে, ফেরদৌস খুলনার কয়রা উপজেলার চৌখনই গ্রামের ছাত্তার হাজির ছেলে। বর্তমানে উত্তরা এলাকায় থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাইফুল ইসলাম ভুট্টো জানান, আজ দুপুরের পর সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের ডাচ বাংলার সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগামী একটি মাটির ড্রাম ট্রাক ওই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আমি সহ কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক জানান তাকে মৃত ঘোষণ করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ফেরদৌসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ড দেখে তার নাম পরিচয় জানতে পেরেছি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 
                            -20250729145708.webp) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন