ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

শাহবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৭:০১ পিএম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ করে ‘জুলাইযোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্ম। ছবি- সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া ‘জুলাইযোদ্ধা সংসদ’-এর অবরোধ কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় টানা ৩২ ঘণ্টা অবরোধের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং মোড়ে স্থাপন করা মঞ্চটিও অপসারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ‘জুলাইযোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্ম শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। পরদিন শুক্রবার বিকেলে ওই অবরোধের বিরোধিতা করে আন্দোলকারীদের আরেকটি অংশ। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।

অবরোধের বিরোধিতাকারী আন্দোলকারীরা বলেন, ‘প্রকৃত জুলাই যোদ্ধারা কখনোই সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে সড়ক অবরোধ করতে পারেন না। শাহবাগে যারা অবস্থান নিয়েছেন তারা প্রকৃত আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব করেন না। তাদের কার্যক্রম জনদুর্ভোগ সৃষ্টি করেছে, আমরা এর প্রতিবাদ জানাই।’

অবরোধকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করা; আহত ব্যক্তিদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা; আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তাকেন্দ্র গঠন করা; শহীদ ও আহত ব্যক্তিদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকাজ সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।