ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের বয়স ৩০ বছর। তার পরনে ছিল বোরকা।
বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী জানান, ভাড়ায়চালিত মোটরসাইকেলের আরোহী ছিলেন ওই নারী। মোটরসাইকেলটি কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকার ভেতর ঢুকছিল। তিনিও ওই পথে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের চালক ও ওই নারী আরোহীকে এক্সপ্রেসওয়ের ওপর পড়ে থাকতে দেখেন।
সুমন আরও জানান, এ সময় চালকের কাছ থেকে জানতে পারেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে গেছে। রক্তাক্ত অবস্থায় ওই নারীকে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখান থেকে চালক কোথায় গেছে তা তিনি বলতে পারেননি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন