ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

নিউমার্কেটে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০২:১৭ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটের কাঁটাবন চৌরাস্তা মোড়ে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মো. বজলু (৩৭) নামের একজন নিহত হয়েছেন। একই ঘটনায় মাসুদ রানা (৪২) নামে পিকআপচালক আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বজলুকে রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। মাসুদ রানা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নিহতের ছেলে মো. সালমান জানান, জানতে পারি বাবা পিকআপ ভ্যানে ছিল। গত রাত আড়াইটার দিকে কাঁটাবন চৌরাস্তায় পিকআপ ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোঘণা করেন।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া এলাকায়। বর্তমানে, পুবাইলের মিরাবাজারের বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আহত পিকআপচালক জরুরি বিভাগে চিকিৎসাধীন।