রাজধানীর মতিঝিলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের হেড অফিসে নিরাপত্তা কর্মীদের হামলায় সাবেক ৫ ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আহত অবস্থায় তারা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আসেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
আহতরা হলেন- মো. নিশাদ(২৬), আরিফা আক্তার (২৮), মুক্তা বেগম (৩২), নাঈম উদ্দিন (৩০)ও রেজাউল করিম (৩০)।
আহত আরিফা আক্তার জানান, আমরা আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা। আমাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। এর প্রতিবাদে বেশ কয়েকদিন যাবত মতিঝিলস্থ হেড অফিসের সামনে আন্দোলন করছিলাম। হঠাৎ আজ বিকেলের দিকে হেড অফিসের নিরাপত্তা কর্মীরা আমাদেরকে মারধর করে আহত করে। পরে আমরা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ বিকেলের দিকে নারীর সহ ৫ ব্যাংক কর্মকর্তা আহত হয়ে জরুরি বিভাগ এসেছিল। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তারা চলে যান। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।