বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নতুন নেতৃত্ব নির্ধারণের জন্য কেন্দ্রীয় কাউন্সিলের ভোটগ্রহণ চলছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিজন কান্তি সরকার।
ড্যাবে মোট পাঁচটি পদে ভোটগ্রহণ হচ্ছে সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব। এবারের নির্বাচনে ৩১৩১ জন ভোটার ভোট দিতে অংশ নিচ্ছেন।
ভোটের প্রধান দুটি প্যানেল হলো হারুন-শাকিল প্যানেল এবং আজিজ-শাকুর প্যানেল।
হারুন-শাকিল প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে আজিজ-শাকুর প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, মহাসচিব পদে ডা. আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া, ডা. ওবায়দুল কবিরও সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হারুন আল রশিদ ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন, আর ডা. আজিজুল হক ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভোট চলাকালে অধ্যাপক হারুন আল রশিদ বলেন, আমরা ভালো সাড়া পাচ্ছি। বিগত সময়গুলোতে আমরা মাঠে ছিলাম, আমাদের জয় হবেই।
অন্যদিকে অধ্যাপক এ কে এম আজিজুল হক বলেন, আমি আশাবাদী, ইনশাআল্লাহ আমরা ভালো ফল করব। মাঠের অবস্থা ভালো।
সর্বশেষ ড্যাবের ভোট অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৪ মে। ওই নির্বাচনে হারুন আল রশিদ সভাপতি ও আব্দুস সালাম মহাসচিব নির্বাচিত হন। ২০২৪ সালের ২৫ মে কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ জানুয়ারি বিএনপি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে।
আপনার মতামত লিখুন :