শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ১১:৪৭ এএম

বনানীতে খুন: কুমিল্লা থেকে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ১১:৪৭ এএম

থ্রি সিক্সটি লাউঞ্জে খুন: রাহাত হত্যার রহস্য ভেদ, দুই আসামি গ্রেপ্তার। ছবি- রূপালী বাংলাদেশ

থ্রি সিক্সটি লাউঞ্জে খুন: রাহাত হত্যার রহস্য ভেদ, দুই আসামি গ্রেপ্তার। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর বনানীর থ্রি সিক্সটি শিশা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বী নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি মুন্না ও মাকসুদুর রহমান হামজাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ১৪ আগস্ট ভোর ৫টা ২৮ মিনিটে, বনানীর ১১ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে নামার সময় ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বীর পথরোধ করে আসামি মুন্না ও তার সহযোগী হামজা।

রাহাত মুন্নাকে চিনে ফেললে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মুন্না তার পাঞ্জাবির পকেট থেকে ধারালো ছুরি বের করে রাহাতকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় রাহাতকে স্থানীয়দের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর র‍্যাব-১ (সিপিসি-১) বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

এরপর, ১৫ আগস্ট তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি মাকসুদুর রহমান হামজা কুমিল্লার বরুড়া থানার গামরুয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। র‌্যাব-১ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে হামজাকে প্রথমে এবং পরে তার দেওয়া তথ্যে একই এলাকা থেকে মুন্নাকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাকসুদুর রহমান হামজা (২৬) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার গাংটিয়ারা গ্রামের আব্দুল আল মামুন মোল্লার ছেলে, মুন্না (২৭) ঢাকার মোহাম্মদপুরের আব্দুল ওহিদ এর ছেলে।

এ ঘটনায় নিহত রাহাত হোসেন রাব্বীর বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি বনানী থানার মামলা নং–১৭ হিসেবে নথিভুক্ত হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই আসামি হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!