রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে আটক হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান (২৭) কোনো হত্যা মামলার আসামি নন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, ‘গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে মো. আজিজুর রহমানকে আটক করা হয়। পরে ১৬ আগস্ট ধানমন্ডি থানায় এপ্রিল মাসে রুজুকৃত একটি নিয়মিত মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয় ।’
ডিএমপি আরও জানায়, ‘আজিজুর রহমানকে যে মামলায় আদালতে পাঠানো হয়েছে, তা দণ্ডবিধির (পেনাল কোড) অধীন একটি নিয়মিত মামলা। এটি কোনো হত্যা মামলা নয়। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে তাকে হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।’
এছাড়াও পুলিশ বিভাগ থেকে জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন