রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার গলিতে চাঁদা না দেওয়ায় শফিকুল ইসলাম (৩০) নামে এক কাপড়ের ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ আগষ্ট) বিকেল পৌনে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহত ব্যবসায়ীর স্ত্রী তানিশা রহমান জানান, আমার স্বামী রায়ের বাজারে কাপড়ের ব্যবসা করেন। গত কয়েকদিন যাবত কিছু দুর্বৃত্তরা আমার স্বামীর কাছে চাঁদা দাবি করে। আজ বিকেল সাড়ে তিনটার দিকে আমার স্বামী রায়ের বাজার গলির একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন। এ সময়ে রাস্তায় অজ্ঞাতনামা ওই দুর্বৃত্তরা আমার স্বামীর কাছে আবার চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় তার হাতে, পিঠে এবং মুখে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার কাছে থাকা নগদ ১৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে আমার স্বামীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ বিকেলের দিকে ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে। পরে জরুরি বিভাগের চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তাকে ভর্তী করেন দায়িত্বরত চিকিৎসকরা। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন