রাজধানীর কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট এলাকার বাসাবাড়ির ময়লা ফেলানোর ডাস্টবিনের পাশ থেকে মো. সাব্বির নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২০ বছর।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, নিহত সাব্বির একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিল। সে কামরাঙ্গীরচরের হুজুরপাড়ার খালেক মিয়ার ছেলে।
আজ সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক খান।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করি।
এসআই আরও জানান, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, নিহত যুবকটি একটি বেসরকারি কোম্পানির অধীনে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করত। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে এ বিষয়টি তদন্তাধীন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন