ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়েছে, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে, শাহআলী থানার অফিসার ইনচার্জ মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে পরিবহণ বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ গোলাম আজমকে শাহআলী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ২৬ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয় জন কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।
আদেশে বলা হয়েছে, ডিএমপির ডিসি এন এম নাসিরউদ্দিনকে ডিবির ওয়ারী বিভাগের ডিসি হিসেবে, এবং ডিসি খন্দকার ফজলে রাব্বিকে ডিবির মতিঝিল বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া, গুলশান বিভাগের ডিসি মো. তারেক মাহমুদকে ডিএমপির ক্রাইম বিভাগের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে গুলশান বিভাগের ডিসি এবং ডিএমপির ক্রাইম বিভাগের ডিসি মো. মনিরুল ইসলামকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া, ডিবির উত্তরা বিভাগের এডিসি মির্জা তারেক আহমেদ বেগকে একই বিভাগের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এই রদবদলের ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা করছে ডিএমপি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন