রাজধানীর ডেমরার বামৈল মধ্যপাড়ায় বটির আঘাতে মাদকাসক্ত ছেলে বাকির হোসেন (২৫) নিহতের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বাবা কাশেমকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত বাকির হোসেন ডেমরা থানার বামৈল মধ্যপাড়া এলাকার মনিরের বাসার ভাড়াটিয়া ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।
তিনি জানান, নিহত বাকির হোসেন পেশায় একজন অটোচালক এবং মাদকাসক্ত ছিলেন। গতকাল মাদকের টাকা নিয়েছে বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার বাবা ধাক্কা দিলে পাশে থাকা বটি তার বুকের নিচে ঢুকে যায়। এতে বাকির হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় ডেমরা থানা একটি মামলা দায়ের করা হলে নিহতের বাবা কাশেমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে সে জেলহাজতে আছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।