ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শাহজালালের অভ্যন্তরীণ বিমানবন্দর 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:০১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ভারী বর্ষণে তলিয়ে গেছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল। বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন সড়কেও জমেছে হাঁটু সমান পানি। সামান্য বৃষ্টিতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় হাঁটু সমান পানি জমে থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই অস্বস্তি তৈরি হয় বিমানবন্দরের অভ্যন্তরীণ যাত্রীদের মধ্যে।

সরেজমিনে দেখা যায়, পানি জমে থাকা অংশ দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে হিমশিম খাচ্ছে।

বিমানবন্দরে আসা একজন যাত্রী অভিযোগ করে বলেন, এখানে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। কর্তৃপক্ষ টেকসই কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন অব্যবস্থাপনা দেশের জন্য লজ্জাস্কর ব্যপার।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।