ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:১১ পিএম
ঢাকা মেডিকেলে কলেজ। ছবি- সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে সুমন (৪৫) নামে এক হাজতিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে কারা কর্তৃপক্ষ। পরে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী বেল্লাল হোসেন জানান, বিকেলে হাজতি সেলিম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান তিনি আর বেঁচে নেই।

কারারক্ষী আরও জানান, হাজতি সেলিম মুন্সীগঞ্জ সদরের রাকির কান্দি গ্রামের মৃত দিলু সরদারের ছেলে। তবে কোন মামলায় তিনি হাজতে ছিলেন তা জানাতে পারেননি।

চিকিৎসকের বরাত দিয়ে হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারাগার কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।