ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াত নয়, জাকসুর ব্যালট ছাপানোর কোম্পানি বিএনপির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৩:৫৮ পিএম
শিবির প্যানেলের সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান অভিযোগ করেছেন, প্রশাসন জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে ব্যালট ও ওএমআর মেশিন কিনেছে। এই ব্যালট পেপার ব্যবহার করে ভোট গ্রহণ চলার কারণে কারচুপির আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম তথ্য প্রকাশ করে জানান, আসলে এসব ব্যালট ও ওএমআর মেশিন রাজধানীর কারওয়ান বাজারের বিএনপি সমর্থিত মালিকের প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ প্রমাণও দেখান তিন।

মাজহারুল ইসলাম আরও বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের ব্যালটটি জামায়াত সমর্থিত প্রতিষ্ঠানের মাধ্যমে আনা হয়েছে। তবে প্রকৃত প্রতিষ্ঠান হলো এইচআর সফট বিডি, যার চিফ এক্সিকিউটিভ অফিসার রকমানুর জামান রনি। রনির ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি রয়েছে।’