ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শন করলেন এডিএম মুরাদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৩:৩১ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুরাদ কারাগার পরিদর্শন করেন, এ সময় তার সঙ্গে ছিলেন জেল সুপার মো. ওবায়দুর রহমান এবং জেলার কামরুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুরাদ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার জেল সুপার মো. ওবায়দুর রহমান এবং জেলার কামরুল ইসলাম। এ সময় তিনি কারাগারের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং কারারক্ষীদের খোঁজখবর নেন।

জানা গেছে, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রায় ১ হাজার ৬ শত ৬৫ জন বন্দি রয়েছেন। কারা কর্তৃপক্ষ পরিদর্শনকালে বন্দিদের দৈনন্দিন জীবনযাত্রা, চিকিৎসা ও খাদ্যব্যবস্থা সম্পর্কে এডিএম মুরাদকে অবহিত করেন জেল সুপার। 

এডিএম মুরাদ কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। তিনি কারা প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

কারাগার পরিদর্শন শেষে তিনি বন্দিদের সুরক্ষা ও কারা পরিবেশ উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।