ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

গেন্ডারিয়ায় বাথরুমের ঝরনায় ঝুলছিল যুবকের মরদেহ

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:২১ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় একটি ভাড়া বাসার বাথরুম থেকে মো. মাহির (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহির মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার বাসিন্দা মো. লিটন শেখের ছেলে। তিনি গেন্ডারিয়ার দীননাথ রোডের একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহতের মামা মনির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নিয়ে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয় মাহিরের। এর কিছুক্ষণ পর তিনি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করেন। দীর্ঘ সময় সাড়া না পেলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, মাহির গলায় রশি প্যাঁচিয়ে বাথরুমের ঝরনার সঙ্গে ঝুলছেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় গেন্ডারিয়া থানাকে জানানো হয়েছে।