রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালকুঠি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রাতে নৌকা নিয়ে বুড়িগঙ্গায় ঘুরতে বের হয়েছিলেন। লঞ্চের ধাক্কা লাগার পরপরই আতঙ্কিত হয়ে সবাই পানিতে ঝাঁপ দেন।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, নৌকাডুবির পর সবাইকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে নিরাপদে আছেন।
ওসি আরও জানান, নৌকায় প্রায় ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ছিলেন। লালকুঠি ঘাট এলাকায় একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা নদীতে লাফ দেন। পরে স্থানীয়রা ও নৌ পুলিশ তাদের উদ্ধার করেন।
দুর্ঘটনার শিকার পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিজভী বলেন, আল্লাহর অশেষ রহমতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। নিজেই বিশ্বাস করতে পারছি না কী থেকে কী হয়ে গেল। তবুও সবাই প্রাণে বেঁচে আছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। আমাদের মাঝে এখনও অনেকে মানসিকভাবে ট্রমাটাইজড। সকলেই আমাদের জন্য দোয়া করবেন।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা প্রস্তুত ছিলেন, তবে স্থানীয়দের সহায়তায় শিক্ষার্থীদের আগেই নিরাপদে তোলা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন