ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:১৯ পিএম
শওকত মাহমুদ

জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

র‌োববার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগের বাসা থেকে ডিবির একটি টিম তাকে আটক ক‌রে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। বিকেলে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটি টিম।

শওকত মাহমুদকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রমনা থানার এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।