রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রাসেল (২৫) নামে এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মালিবাগ রেলগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিমার্ণাধীন কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন রাসেল। দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মালিবাগ রেলগেট এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক শ্রমিককে ঢামেকে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ফারুক জানান, রাসেলের বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন