মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা অবশেষে সরে গেছেন। পুলিশ হস্তক্ষেপের পর প্রেসক্লাব এলাকার যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শিক্ষকরা প্রেসক্লাব এলাকা থেকে শহীদ মিনারের দিকে সরে যান।
শিক্ষকরা সরে যাওয়ার পর পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়ক খুলে দেওয়া হয়। ফলে এলাকায় যান চলাচল আবারও স্বাভাবিক হয়।
শিক্ষকরা সরে গেলেও প্রেসক্লাবের সামনে এখনো বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। খণ্ড খণ্ডভাবে কিছু শিক্ষক এখনো এলাকায় রয়ে গেছেন। তবে পুলিশ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি।
এর আগে সকাল থেকেই শিক্ষকরা বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মানুষকে পড়তে হয় ভোগান্তিতে।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার দাবি জানিয়ে আসছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন