রাজধানী ঢাকাতে প্রায় প্রতিদিনি বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে। শুক্রবার (১৭ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
এনসিপির কর্মসূচি- সকাল ১০টা: বাংলামোটরের নেভি কলোনিতে জাতীয় শ্রমিক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। এতে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ এনসিপির নেতৃবৃন্দ।
ডিবির ব্রিফিং- সকাল ১১টা ৩০ মিনিট: ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
জামায়াত আমিরের কর্মসূচি: দুপুর ২টা ৩০ মিনিট: মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান: বিকেল ৪টা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি- বিকেল ৪টা: মানিক মিয়া এভিনিউয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ।