ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১২:০৫ পিএম
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়। ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান।

ওসি বলেন, ভোর ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এমন তথ্য আমাদের কাছে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই নাশকতার ঘটনা যেই ঘটাক না কেন তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করে দিয়েছে।

এর আগে গেলো শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রমনা এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায়ও দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটি নিষ্ক্রিয় করে।

একই দিন রাত আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের তিন নম্বর ফটকের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে বিদ্যুৎ ছিল না। ঠিক সেই সময় ৩ নম্বর ফটকের বাইরে থেকে একটি ককটেল ভেতরে ছুড়ে মারা হয়। এতে বিস্ফোরণ হয়। কেউ হতাহত হয়নি।