নগদ ও বিকাশের এজেন্ট অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানার জোড়ভিটা সাকিনস্থ ত্রিমোহনী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদ রানা হৃদয় (২৮)। তিনি কুমিল্লার দেবীদ্বার থানার ফতেহাবাদ গ্রামের আব্দুল করিম লিটনের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
প্রতারণার শিকার তেজগাঁও স্টেশন রোড এলাকার বিকাশ/নগদ এজেন্ট ব্যবসায়ী মো. বাহাউদ্দিন জানান, ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত অজ্ঞাতনামা প্রতারক তার দোকান থেকে একাধিকবার লেনদেন করেন। ২৩ মার্চ রাত ১০টার দিকে ওই প্রতারক বাহাউদ্দিনের অগোচরে নগদ এজেন্ট অ্যাকাউন্টে একটি ওটিপি পাঠিয়ে নিয়ন্ত্রণ নিয়ে নেন। এরপর অল্প সময়ের মধ্যে প্রতারকচক্র মোট ২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করে।
প্রতারণার বিষয়টি বুঝে বাহাউদ্দিন এটিইউ-তে অভিযোগ করেন। পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা (নং ০২, ধারা ৪২০/৪০৬ পেনাল কোড) রুজু হয়। অ্যান্টি টেররিজম ইউনিট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদ রানা হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামিকে বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন