আউটওয়ার্ড রেমিটেন্স প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে আন্তর্জাতিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক। ‘ভিসা ডিরেক্ট ফর অ্যাকাউন্ট’ চালুর মাধ্যমে গ্রাহকরা এখন বিশ্বের ৯০টিরও বেশি দেশে তাৎক্ষণিকভাবে অর্থ পাঠাতে পারবেন নিরাপদে, নির্ভরযোগ্যভাবে এবং তুলনামূলকভাবে কম খরচে।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ ব্যাংকের আউটওয়ার্ড রেমিটেন্স সেবাকে আধুনিকায়নের পথে এক নতুন মাইলফলক। বিশেষ করে প্রচলিত ব্যাংকিং চ্যানেলে যেসব করেসপনডেন্ট ফি ও বিলম্ব রয়েছে, সেগুলো এড়িয়ে গ্রাহকদের জন্য আরও সহজ ও কার্যকর লেনদেনের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি অনুযায়ী, এপিআই ভিত্তিক ‘ভিসা ডিরেক্ট ফর অ্যাকাউন্ট’ সল্যুশনটি একটি উন্নত ও রিয়েল-টাইম প্রসেসিং সিস্টেম ব্যবহার করে, যা প্রচলিত ক্রস-বর্ডার পেমেন্ট পদ্ধতির সীমাবদ্ধতা দূর করবে। এর মাধ্যমে ভিসা ফি, বিদেশে পড়াশোনার খরচ বা চিকিৎসার ব্যয় বাবদ অনুমোদিত অর্থ সহজেই পাঠানো যাবে।
২০২৫ সালের ২৪ জুন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল এবং ভিসা ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, এই অংশীদারিত্ব ব্র্যাক ব্যাংকের উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন। আমরা গ্রাহকদের জন্য গ্লোবাল মানি ট্রান্সফারকে আরও নিরাপদ, সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলেছি। এটি দেশের আউটওয়ার্ড রেমিটেন্স ইকোসিস্টেম আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ভিসা ডিরেক্ট সার্ভিসের বিস্তৃত পার্টনার নেটওয়ার্ক এবং দ্রুত লেনদেনের সুবিধা ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে। এটি ব্যক্তিগত এবং ব্যবসায়িক উভয় প্রেক্ষাপটে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করবে।
এই অংশীদারিত্ব শুধু একটি প্রযুক্তিগত সুবিধা নয়, বরং বাংলাদেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার অগ্রগতির প্রতিচ্ছবি। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক আর্থিক সেবা দিতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ এমনই বার্তা মিলছে এই কৌশলগত পদক্ষেপে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন