শনিবার, ০৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সজিব আহমদ সায়ান (ঢাবি)

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৫:২৯ পিএম

বাতিল নয়; দ্রুত লিখিত পরীক্ষা চান ৪৬তম বিসিএস প্রিলি উত্তীর্ণরা

সজিব আহমদ সায়ান (ঢাবি)

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৫:২৯ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাবি: বাতিল নয় বরং দ্রুত লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীরা। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকুরী প্রত্যাশী সিরাজুল ইসলাম সোহাগ বলেন, বাতিল নয় বরং দ্রুত লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হোক যাতে প্রতিটি পরীক্ষার্থী তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে। 

তিনি বলেন, পরিতাপের বিষয় হলো- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কয়েকজন কর্মচারী বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার হয়েছেন এবং তাদের মধ্যে কেউ কেউ ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রশ্নফাঁসে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর মধ্যে এক কর্মচারি তার দেওয়া জবানবন্দিতে ৪৬ তম বিসিএস প্রিলিতে তাদের চুক্তিতে ১৭ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থী উত্তীর্ণ করানোর কথা বলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে পুরো বিসিএস পরীক্ষা বাতিলের দাবি করছেন। 

লিখিত বক্তব্যে বলা হয়, যারা ৪৬তম বিসিএস প্রিলিমিনারিতে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে তাদের অনেকে নানান প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। কেউ প্রেগন্যান্সির কঠিন সময়ে পরীক্ষার বইকে সঙ্গী করেছেন, কেউ চাকরির স্থায়িত্ব ত্যাগ করে, আবার কেউ সরকারি চাকরির নিশ্চয়তা পেছনে ফেলে বেছে নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। ডাক্তারদের কেউ এফসিপিএসে ভর্তির সুযোগ পেয়েও ত্যাগ করেছেন, যেন এই রিটেন পরীক্ষার জন্য আরও একটু সময় দিতে পারেন। এই যে আত্মত্যাগ, এই যে প্রত্যাশা-একে কীভাবে বাতিলের খাতায় ফেলা যায়?

সোহাগ বলেন, পিএসসি নামক আমাদের এই সুশৃঙ্খল প্রতিষ্ঠানটি বরাবরই তার স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য পরিচিত। কিন্তু যদি চাপের মুখে আজ তারা অবিচার করে, তবে দেশের এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি তার গৌরব হারাবে। অসংখ্য মেধাবী তরুণ-তরুণী, যাদের কারও কারও জীবন তাদের পড়ার টেবিলে লুকিয়ে থাকা কষ্টের গল্পে ভরপুর। বিয়ের চাপ, পরিবারের দায়িত্ব, কিংবা বাড়তি খরচের বোঝা। তারা বিভাগীয় শহরে এসেছে এক বুক স্বপ্ন নিয়ে, যেন সেই স্বপ্ন পূরণের কষ্টকে বাস্তব রূপ দিতে পারে। ৪৬তম বিসিএস বাতিলের মতো সিদ্ধান্ত তাদের কাছে অভিশাপ হয়ে আসবে।

তাদের দাবি, ১৬৪ ধারায় দেওয়া ওই কর্মচারীর জবানবন্দি যদি সত্যি হয় তবে জড়িদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু পরীক্ষার্থীদের  দাবির যেন ন্যায্য বিচার হয়, যাতে তাদের পরিশ্রমের মর্যাদা অক্ষুণ্ণ থাকে।

নতুন কমিশনের প্রতি পরিক্ষার্থীদের আহবান,  যদি নতুন কমিশন মনে করে স্বচ্ছতার স্বার্থে আবার তদন্ত হওয়া দরকার তাহলে তারা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। প্রশ্নফাঁসের তদন্ত করে করে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কমিশন যেন অভিযুক্তদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করে। কোনো পরিশ্রমী ও সৎ পরিক্ষার্থী যেন এই নতুন বাংলাদেশে ক্ষতিগ্রস্ত না হয় এমন ব্যবস্থার পাশাপাশি  বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কাছে অতি দ্রুত ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান পরীক্ষার্থীরা। 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান, নুরজাহান খানম, রাশেদুল ইসলাম, আনোয়ারুল হকসহ ৩০ থেকে ৩৫ জনের মত চাকুরী প্রত্যাশী যারা প্রত্যেকেই ৪৬ তম প্রিলিমিনারি-তে উত্তীর্ণ হয়েছেন।

আরবি/এস

Shera Lather
Link copied!