ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সালথায় মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:০৮ পিএম
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথায় নাদেরা আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রাম থেকে তার স্বামীর ঘরের মধ্যে থেকে লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ। নাদেরা আক্তার ওই গ্রামের রাজু মাতুব্বরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু মাতুব্বর মাদকাসক্ত ছিলেন এবং মাঝে মধ্যে মাদকের টাকার জন্য তার স্ত্রীকে মারধর করতেন। শনিবার দুপুর ১টার দিকে রাজু এবং তার স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটির পর কোন এক সময়ে রাজু মাতব্বর পারিবারিক কলহের জেরে তার স্ত্রীর শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং সেই সাথে হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশ ধারণা করছে। 

সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৃহবধূর শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর আসল রহস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।