বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:৩৬ পিএম

বাসের ড্রাইভার-হেল্পার কর্তৃক শিক্ষার্থী লাঞ্চিত, মহাসড়ক অবরোধ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:৩৬ পিএম

বাসের ড্রাইভার-হেল্পার কর্তৃক শিক্ষার্থী লাঞ্চিত, মহাসড়ক অবরোধ

ছবি: রূপালী বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে লাঞ্চিত ও মারধরের ঘটনায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টা থেকে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

জানা যায়, রবিবার ম্যানেজমেন্ট-২০ ব্যাচের শিক্ষার্থী আল-আমিন নওগাঁ থেকে দিনাজপুরের উদ্দেশ্য HA Plus বাসে আসছিলেন। পথিমধ্যে বাসের এক যাত্রী খাবার কেনার জন্য বাসের হেল্পারের নিকট টাকা দিলে হেল্পার খাবার না দিয়ে চলে যান। এ নিয়ে পরে যাত্রী ও বাসের চালক-হেল্পারের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আল-আমিন যাত্রীর টাকা ফেরত দিতে বললে দিনাজপুর বাস টার্মিনালে তাকে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে দুপুর থেকে  সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হলেও অভিযুক্ত চালক-হেল্পার না আসায় দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় HA Plus এর দুইটি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সন্ধ্যায় ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। ৫ কর্ম দিবসের মধ্যে ৮ দফার বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই মর্মে সন্ধ্যা ৭ টায় অবরোধ তুলে নিলে ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ৮ দফার মধ্যে ছি 

১. আজকের ঘটনায় দোষীদের ক্ষমা চাইতে হবে। ২. ছাত্রদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে  ৩. ছাত্র সহ সাধারণ জনগণের সাথে ভদ্রতা বজায় রাখতে হবে  ৪. এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বাস মালিক সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে  ৫. ১৯ তারিখে হাবিপ্রবির বাসে ঢিল মারা ব্যক্তির শণাক্তকরণ ও বিচার করতে হবে। ৬. ক্যাম্পাস এরিয়া থেকে শহর পর্যন্ত নিয়মিত পুলিশি টহল দিতে হবে  ৭. বাসের গতি সর্বোচ্চ ৩০ কিমি/ঘণ্টা করতে হবে এবং স্পিড ব্রেকার দিতে হবে  ৮. সড়কে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে


 

রূপালী বাংলাদেশ

Link copied!