ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

প্রাইম ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট অনুষ্ঠিত 

সাইফুল ইসলাম
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৭:৪১ পিএম
ছবি-রূপালী বাংলাদেশ

রাজধানীর মিরপুরে প্রাইম ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতি বছরের মতো এবারও আয়োজন করছে সিএসই ফেস্ট।

বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়েছে।

দিনভর ৮টি প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এ উৎসবের মূল উদ্দেশ্য- শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের টিকিয়ে রাখার সক্ষমতা তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে কেবল পাঠ্যপুস্তক নয়, বরং কম্পিউটার প্রযুক্তির বাস্তব জ্ঞান এবং চর্চা অপরিহার্য।’ 

এ ছাড়া তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য প্রকৌশলী মো. তৌহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সেক্রেটারি জেনারেল ফিরোজ মাহমুদ হোসাইন, বিভাগীয় প্রধান কর্নেল শিহাবুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুর রহমান।

বক্তারা বলেন, এই ফেস্ট শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবমুখী শিক্ষার ক্ষেত্র তৈরি করে, যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।