বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০১:৫৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে জাল বিজ্ঞপ্তি দিয়ে ভুয়া নির্দেশনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০১:৫৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়।    ছবি- সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের প্রাইভেট ব্যাচ বা কোচিং নিষিদ্ধ সংক্রান্ত একটি ভুয়া ও জালিয়াতিপূর্ণ বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়া ও কিছু অনলাইনে ছড়িয়ে পড়েছে।

এতে বলা হয়, শিক্ষার্থীদের প্রাইভেট ব্যাচে পড়ানো আইনবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ-এমনকি শিক্ষকদের চাকরিচ্যুতি, বেতন স্থগিতসহ একাধিক শাস্তির বিধানও উল্লেখ করা হয়।

এটি পুরোপুরি ভিত্তিহীন ও ভুয়া বলে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম।

তিনি বলেন, বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এমন কোনো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করিনি। যেখানে আমার সই আছে, সেটি স্ক্যান করে বসানো হয়েছে। এটি জালিয়াতি এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ।

ডিন আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা নীতিমালা জারি হলে তা সংযোগ বিভাগ থেকে পাঠানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়। অথচ এই বিজ্ঞপ্তিটি কোনো অফিসিয়াল সোর্সে নেই এবং প্রকাশিতও হয়নি।

অন্যদিকে, ভুয়া বিজ্ঞপ্তিতে ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির কিছু অনুচ্ছেদ, সরকারি কর্মচারীদের আচরণবিধি, এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটি পুরনো বিজ্ঞপ্তির কিছু অংশ হুবহু কপি-পেস্ট করে মিথ্যা দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে।

এতে বলা হয়, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট ব্যাচ বা কোচিং করানো যাবে না এবং তা করলেই শিক্ষক বরখাস্ত, বেতন বন্ধ, এমনকি পরীক্ষা ও শ্রেণির দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, এসব তথ্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কিছু মহল ইচ্ছাকৃতভাবে এমন ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষক-ছাত্র সম্পর্ক, শ্রেণীকক্ষে স্বাভাবিক পরিবেশ ও পরীক্ষার পূর্বপ্রস্তুতি বিঘ্নিত করতেই এই মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের গুজব বা ভুয়া নোটিশে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং যে কোনো ধরনের নির্দেশনা যাচাই করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত সোর্স ফলো করারও আহ্বান জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!