বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা চলতি জুলাই মাসের বেতন-ভাতা স্বাভাবিক সময়ের তুলনায় ৫ থেকে ৭ কর্মদিবস পরে পাবেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে।
বুধবার (৩১ জুলাই) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনক্রিমেন্ট ও অন্যান্য হিসাবসংক্রান্ত কাজ চলমান থাকায় জুলাই মাসের সরকারি অংশের বেতন-ভাতা বিলম্বিত হতে পারে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জানানো যাচ্ছে যে, বর্তমানে ইনক্রিমেন্ট হিসাবসহ বিভিন্ন কাজ চলমান। এ কারণে জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদানে ৫ থেকে ৭ কর্মদিবস অতিরিক্ত সময় লাগবে।
জানানো হয়েছে, শিক্ষক ও কর্মচারীদের ইনক্রিমেন্ট হিসাব, সংশ্লিষ্ট আর্থিক প্রক্রিয়ার আপডেট কাজ ও প্রশাসনিক কারণে সময় লাগছে অতিরিক্ত।
ফলে, শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহের মধ্যেই বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন সব বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী সরকারি, অংশের বেতন-ভাতাভুক্ত কর্মী প্রতিষ্ঠানভিত্তিক প্রায় হাজার হাজার শিক্ষক-কর্মচারী।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষক-কর্মচারীদের অপেক্ষা ও ধৈর্যের অনুরোধ জানিয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই বেতন-ভাতার অর্থ ছাড়া হয়ে যাবে।
আপনার মতামত লিখুন :