২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহে বিশেষ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আগামী ৯ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে হবে আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু করে আগামীকাল শনিবার (৯ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে।
এরপর রোববার (১০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে মূল কাগজপত্র জমা এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে হবে।
ভর্তির সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য ভর্তি ফি জমা দেওয়া বাধ্যতামূলক। সব প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ে ভর্তি সম্পন্ন না করলে পরবর্তীতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার জন্য গুচ্ছ ভর্তি কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :