২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। গত ৩০ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রথম ধাপের আবেদন সোমবার (১১ আগস্ট) পর্যন্ত করেছে ১০ লাখ ২৫ হাজার ৬৭১ জন শিক্ষার্থী।
আবেদন চলবে আগামী ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। অর্থাৎ শিক্ষার্থীরা আরও চারদিন প্রথম ধাপে আবেদন করার সুযোগ পাবেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানান, ভর্তি নীতিমালা অনুযায়ী আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে পারবেন।
প্রাপ্ত মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থীকে একটি কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে। নির্বাচিতদের ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। এরপর দুই ধাপে অটো মাইগ্রেশনের সুযোগ থাকবে, যা সিট খালি থাকলে কার্যকর হবে।
ভর্তির জন্য যোগ্য প্রার্থীরা হলেন দেশের যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। বিদেশি বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে সনদ যাচাই শেষে ভর্তির অনুমতি দেওয়া হবে।
তিন ধাপে নির্বাচিতদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে ৭ সেপ্টেম্বর এবং চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। সারা দেশের ৯ হাজার ১৮১টি কলেজ ও আলিম মাদরাসায় প্রায় ২২ লাখ আসন রয়েছে, যা ভর্তির জন্য অনুমোদিত।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন