২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার প্রথম পর্যায়ের আবেদন শেষ হয়েছে শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টায়। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা ভর্তির আবেদন সম্পন্ন করেছেন।
তবে বিশেষ কোটায় (SQ) আবেদনকারী শিক্ষার্থীদের জন্য নিশ্চয়ন প্রক্রিয়া এখনো চলমান। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, SQ কোটায় আবেদন করা শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে অনলাইনে নিশ্চয়ন করতে হবে।
নিশ্চয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে কলেজগুলোকে https://xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে EIIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে SQ কোটা নিশ্চিত না করলে পরবর্তীতে কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার বোর্ড গ্রহণ করবে না।
এর আগে, ১ম পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গত ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত চলেছে। সময়সীমা পেরিয়ে গেলে আবেদন গ্রহণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন