ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং ১৮টি হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ দেখা গেছে। অনেক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহে ভিড় করায় নির্ধারিত সময়ে ফরম সংগ্রহ করতে পারেননি।
এ কারণে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ নিশ্চিত করতে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে এবং বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
এদিকে, এখন পর্যন্ত ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫৫৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এ ছাড়া হলগুলোতে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ১২২৬ জন।
তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। মনোনয়ন ফরমের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন